ত্রাণ পেলেন লাউকাঠি নদীপাড়ের ক্ষতিগ্রস্তরা

গত শুক্রবার পটুয়াখালীর দুর্গত এলাকার ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর পাড়ের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও দুই কেজি করে আলু বিতরণ করা হয়। বন্ধুসভার সদস্যরা ট্রলারে করে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন। ছবি: প্রথম আলো
গত শুক্রবার পটুয়াখালীর দুর্গত এলাকার ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর পাড়ের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও দুই কেজি করে আলু বিতরণ করা হয়। বন্ধুসভার সদস্যরা ট্রলারে করে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন। ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় আম্পানে পটুয়াখালীর দুর্গত এলাকার ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর পাড়ের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও দুই কেজি করে আলু বিতরণ করা হয়। বন্ধুসভার সদস্যরা ট্রলারে করে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন।
সহায়তা নিতে আসা নদীর পাড়ের বাসিন্দা গোলাপজান বিবি (৬৫) বলেন, ‘ভিক্ষা কইরা খাই, মানুষের জায়গায় থাহি। বইন্যার সময় পানিতে সব ভাইসা গেছে। এহন আপনাগো এই চাউল–ডাইল পাইয়া একলা মানুষ কয়েক দিন চলতে পারুম।’ গ্রামের আকলিমা বেগম (৪৫) বলেন, ‘জোয়ারের সময় এমনেই পানি ঘরের সামনে আয়। বইন্যার সময় ঘরের মধ্যেও পানি ডুকে। এইহানে কেউই আয় না। ত্রাণ লইয়া আপনারা আইছেন, এই চাউল পাইয়া আমরা খুব খুশি।’
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন পটুয়াখালী বন্ধুসভার সভাপতি জাহিদা আক্তার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক দিপ্র দাস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অন্তিক, সাহিত্য সম্পাদক নুশরাত জাহান, বন্ধুসভার সদস্য যীশু, উপদেষ্টা মেহেদী হাসান, প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস প্রমুখ।