ত্রাণ তহবিলে আরও অনুদান জমা

প্রথম আলো ট্রাস্টে।
প্রথম আলো ট্রাস্টে।

ত্রাণ তহবিলে আরও অনুদান জমা

প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে প্রাপ্ত অনুদান

১. সামিট গ্রুপ ১০ লাখ টাকা

২.মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৩ লাখ টাকা

৩. নাম প্রকাশে অনিচ্ছুক ৩ লাখ টাকা

৪. তাজিন আহমেদ ১ লাখ টাকা

৫. ড. পারভীন হাসান ১ লাখ টাকা

৬. ঢাকা ব্যাংকে একজন ৫ হাজার টাকা জমা দেন

মোট জমার পরিমাণ ১৮ লাখ ৫ হাজার টাকা।

 এ পর্যন্ত খরচের বিবরণ

১. সাতক্ষীরা (শ্যামনগর) ৪ লাখ টাকা

২. খুলনা (কয়রা) ২ লাখ ৩০ হাজার টাকা

৩. বরিশাল ৮০ হাজার টাকা

৪. ভোলা (সদর) ৮০ হাজার টাকা

৫. যশোর (কেশব পুর, মনিরামপুর) ৮০ হাজার

৬. বরগুনা (পাথরঘাটা, আমতলী) ৭০ হাজার টাকা

৭. পিরোজপুর (মঠবাড়িয়া) ৭০ হাজার টাকা

৮. বাগেরহাট (সদর) ৭০ হাজার টাকা

৯. পটুয়াখালী (রাঙ্গাবালী,মির্জাগঞ্জ, সদর, কলাপাড়া)

 ১ লাখ ২০ হাজার।

মোট খরচ ১২ লাখ টাকা।

যশোর, খুলনা, বরিশালে আম্পানে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা সংগ্রহ, ত্রাণ কেনার কাজ চলছে। আবারও নতুন করে শিগগিরই এ জেলাগুলোর সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হবে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এই ত্রাণকাজে অংশ নিচ্ছেন বন্ধুসভার সদস্যরা, প্রথম আলোর সাংবাদিক এবং স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪

ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

সূত্র: প্রথম আলো প্রিন্ট সংস্করণ, ০১ জুন ২০২০।