ইউটিউবে প্রথম আলোর ভিডিওর ভিউ এক কোটি

প্রথম আলো ইউটিউব চ্যানেলের একটি ভিডিও দেখা হয়েছে এক কোটিবার। যাত্রা শুরুর পর প্রথম আলো ইউটিউব চ্যানেলে এই প্রথম কোনো ভিডিও এতবার দেখা হলো। ২০১৫ সালের মেরিল-প্রথম আলো পুরস্কার আসরের মঞ্চে পরিবেশনার এ ভিডিওটি বৃহস্পতিবার পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৮০ হাজার বার। ভিডিওটি প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ২০১৬ সালের ১ জুন।

প্রায় দুই বছরের মধ্য প্রথম আলো ইউটিউব চ্যানেলের একটি ভিডিও এতবার দেখা হলো। ‘সুন্দরী কমলা নাচে’ গানের সঙ্গে এই মঞ্চ পরিবেশনায় ছিলেন নায়ক সজল ও তিন নায়িকা—মেহ্‌জাবীন, তানজিন তিশা ও সাবিলা নূর।

মেরিল-প্রথম আলো পুরস্কারে পরিবেশন করা এ গানের পরিকল্পনায় ছিলেন কবির বকুল, সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। গানে কণ্ঠ দিয়েছেন নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী, পূর্ণ চন্দ্র রায় ও সালমা। নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ।