এবার দূষণ ধলেশ্বরীর পাড়ে

রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারের চামড়াশিল্প নগরীতে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু সেখানেও পরিবেশদূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। কারখানার কঠিন ও তরল বর্জ্যের ক্ষতিকর প্রভাব স্থানীয় লোকজনের ওপর পড়া শুরু হয়েছে। এখানে সেখানে তৈরি করা হয়েছে উন্মুক্ত ভাগাড়। ট্যানারিতে উৎপাদিত বর্জ্য পরিশোধনের জন্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) রয়েছে কিন্তু বর্জ্য শোধনের পর দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। পরিবেশবাদীদের মতে, এই পানিতে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম, ক্ষার, রাসায়নিক উপাদান, লবণসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক উপাদান থাকছে। ছবিগুলো রোববারের।
হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে নেওয়ার পর এক বছর পাঁচ মাস পেরিয়ে গেছে।
হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে নেওয়ার পর এক বছর পাঁচ মাস পেরিয়ে গেছে।
জলাশয়ের মতো স্থানে ফেলা হচ্ছে ট্যানারির কঠিন ও তরল বর্জ্য।
জলাশয়ের মতো স্থানে ফেলা হচ্ছে ট্যানারির কঠিন ও তরল বর্জ্য।
যতদূর চোখ যায় বর্জ্য আর বর্জ্য। এই দূষণের প্রভাব মানুষ ও প্রাণীর ওপর পড়া শুরু করেছে।
যতদূর চোখ যায় বর্জ্য আর বর্জ্য। এই দূষণের প্রভাব মানুষ ও প্রাণীর ওপর পড়া শুরু করেছে।
কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ঠিকমতো কাজ করছে না—এমন অভিযোগ অনেক ট্যানারির মালিকের।
কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ঠিকমতো কাজ করছে না—এমন অভিযোগ অনেক ট্যানারির মালিকের।
বর্জ্য শোধনের পর দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে।
বর্জ্য শোধনের পর দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে।
খানাখন্দে ভরা সড়ক ট্যানারির বর্জ্যে সয়লাব।
খানাখন্দে ভরা সড়ক ট্যানারির বর্জ্যে সয়লাব।