শীতের জাফলং

১ / ৮
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন এলাকা জাফলং। সারা বছরই এখানে কমবেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। জাফলংয়ের প্রধান আকর্ষণ মেঘালয় পাহাড়ের কোলে পিয়াইন নদ ষড়্ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বর্ষায় পিয়াইনে উপচেপড়া পানি থাকলেও শীতে ভিন্ন রূপ। স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের এ সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা নিতে পারেন প্রকৃতির আরেক স্বাদ। ছবি: আনিস মাহমুদ
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন এলাকা জাফলং। সারা বছরই এখানে কমবেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। জাফলংয়ের প্রধান আকর্ষণ মেঘালয় পাহাড়ের কোলে পিয়াইন নদ ষড়্ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বর্ষায় পিয়াইনে উপচেপড়া পানি থাকলেও শীতে ভিন্ন রূপ। স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের এ সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা নিতে পারেন প্রকৃতির আরেক স্বাদ। ছবি: আনিস মাহমুদ
২ / ৮
স্বচ্ছ জল ভেদ করে দেখা যায় পাথর: ছবি: আনিস মাহমুদ
স্বচ্ছ জল ভেদ করে দেখা যায় পাথর: ছবি: আনিস মাহমুদ
৩ / ৮
নদের বুকে ধু ধু বালুচর। ছবি: আনিস মাহমুদ
নদের বুকে ধু ধু বালুচর। ছবি: আনিস মাহমুদ
৪ / ৮
শীতে নদের বুকে জেগে ওঠে চর। চরে পড়ে আছে পাথর শ্রমিকদের বারকি নৌকা। ছবি: আনিস মাহমুদ
শীতে নদের বুকে জেগে ওঠে চর। চরে পড়ে আছে পাথর শ্রমিকদের বারকি নৌকা। ছবি: আনিস মাহমুদ
৫ / ৮
জাফলং থেকে মেঘালয় পাহাড়ে দেখা মেলে ঝুলন্ত সেতু। ছবি: আনিস মাহমুদ
জাফলং থেকে মেঘালয় পাহাড়ে দেখা মেলে ঝুলন্ত সেতু। ছবি: আনিস মাহমুদ
৬ / ৮
জাফলংয়ের সোনাটিলা থেকে দেখা মেলে ভারতের মেঘালয় পাহাড়ে ডাউকি এলাকা। ছবি: আনিস মাহমুদ
জাফলংয়ের সোনাটিলা থেকে দেখা মেলে ভারতের মেঘালয় পাহাড়ে ডাউকি এলাকা। ছবি: আনিস মাহমুদ
৭ / ৮
পাথর সংগ্রহ করতে নৌকা নিয়ে যাচ্ছেন পাথর শ্রমিকেরা। ছবি: আনিস মাহমুদ
পাথর সংগ্রহ করতে নৌকা নিয়ে যাচ্ছেন পাথর শ্রমিকেরা। ছবি: আনিস মাহমুদ
৮ / ৮
স্বচ্ছ জলের বুকে নৌকা নিয়ে চলছে এক কিশোর। ছবি: আনিস মাহমুদ
স্বচ্ছ জলের বুকে নৌকা নিয়ে চলছে এক কিশোর। ছবি: আনিস মাহমুদ