ঢাকায় বাসচাপায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

রাজধানীতে ‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ চলার মধ্যেই নর্দ্দা এলাকায় বাসের চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আবদুস সালাম
সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আবদুস সালাম

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহন নামের বাসের চাপায় ওই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

আবরার আহমেদ চৌধুরী। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
আবরার আহমেদ চৌধুরী। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী (২০)। তাঁর বাবা আরিফ আহমেদ চৌধুরী।

সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আবদুস সালাম
সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আবদুস সালাম

আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার প্রতিবাদে ঢাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ। ছবি: আবদুস সালাম
বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার প্রতিবাদে ঢাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ। ছবি: আবদুস সালাম

দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আবদুস সালাম
সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আবদুস সালাম

অবরোধের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত আবরার আহমেদ চৌধুরীর আইডি কার্ড ও রক্তাক্ত পোশাক। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
নিহত আবরার আহমেদ চৌধুরীর আইডি কার্ড ও রক্তাক্ত পোশাক। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রাস্তার ঠিক এখানেই বাস চাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০)। সেখানে এখনও রক্তের দাগ। ছবি: আবদুস সালাম
রাস্তার ঠিক এখানেই বাস চাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০)। সেখানে এখনও রক্তের দাগ। ছবি: আবদুস সালাম

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত বলেন, বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।