১৭ বছর বয়সেই গিনেস বুকে দুই রেকর্ড

বয়স ১৭ বছর। এই বয়সেই দুবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে মাগুরার কিশোর মাহমুদুল হাসান (১৭)। তার বাস্কেট বল ফ্রি স্টাইল আর্মরোলিংয়ে গিনেস রেকর্ডের স্বীকৃতিটি মিলেছে চলতি মাসের শুরুর দিকে।

গিনেস বুক কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি মাগুরায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানায় মাহমুদুল। সে বলে, ভবিষ্যতে ফ্রি স্টাইলার হিসেবে বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায় সে। এর আগে ২০১৮ সালের আগস্টে ফ্রি স্টাইল ফুটবল আর্মরোলিংয়ে গিনেস বুকে নাম লেখায় মাহমুদুল।

মাহমুদুল হাসান
মাহমুদুল হাসান

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে মেকাট্রনিকসে টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে মাহমুদুল। বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী। আলাদা কিছু করার প্রত্যয় থেকে তার ফুটবল নিয়ে কসরত শুরু। ২০১৮ সালে সে ফুটবলে এক মিনিটে ১৩৪ বার আর্মরোলের মাধ্যমে প্রথম গিনেস রেকর্ডটি গড়ে। এবার বাস্কেট বলে এক মিনিটে ১৪৪ বার আর্মরোল করে দ্বিতীয়বার জায়গা পেয়েছে গিনেস বুকে।

মাহমুদুল হাসান বলেন, দ্বিতীয়বার রেকর্ড গড়তে তাঁর খুব বেশি বেগ পেতে হয়নি। তবে প্রথম রেকর্ড করার আগে প্রায় চার মাস ধরে প্রতিদিন ১৬ ঘণ্টা পর্যন্ত অনুশীলন করতে হয়েছিল। শিগগিরই আরও কয়েকটি রেকর্ড করতে চান। ভবিষ্যতে ফ্রি স্টাইলার হিসেবে বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।