গাওয়া ঘিয়ের কারখানা সিলগালা

>বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় ৫২টি খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৫২টি পণ্যের একটি ‘অনিল ঘোষের বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘি’। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ রোববার নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-৩ ও বিএসটিআইয়ের একটি দল রাজধানীর গোড়ানে অবস্থিত ওই ঘিয়ের কারখানায় অভিযান চালায়। হাইকোর্টের নির্দেশ অমান্য করে ঘি উৎপাদন ও বাজারজাত অব্যাহত রাখা এবং ঘিয়ের মান নিয়ন্ত্রণে কোনো ধরনের ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
কারখানায় অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।
কারখানায় অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে উৎপাদন অব্যাহত।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে উৎপাদন অব্যাহত।
বয়ামজাত করার জন্য এনে রাখা হয়েছে খালি বয়াম।
বয়ামজাত করার জন্য এনে রাখা হয়েছে খালি বয়াম।
এই জার থেকে নিম্নমানের ঘি যায় বয়ামে।
এই জার থেকে নিম্নমানের ঘি যায় বয়ামে।
কারখানার এক কোণে পড়ে আছে নষ্ট ঘি ও তেল।
কারখানার এক কোণে পড়ে আছে নষ্ট ঘি ও তেল।
বাজারজাত করার জন্য প্রস্তুত ঘি।
বাজারজাত করার জন্য প্রস্তুত ঘি।