ঢাকার ৫ জায়গা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুরসহ ঢাকার ৫টি জায়গা থেকে এই টিকিট দেওয়া হচ্ছে।

প্রতিদিন ঢাকায় প্রায় ২৭ হাজার টিকিট দেওয়া হবে, যার অর্ধেক পাওয়া যাবে মোবাইল অ্যাপস থেকে। বাকি অর্ধেক সংগ্রহ করতে হবে কাউন্টার থেকে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে, আজ পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২৩, ২৪, ২৫ ও ২৬ মে যথাক্রমে আগামী ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট দেওয়া হবে। ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরে এই সূচি তৈরি করা হয়েছে।

ঢাকার কাউন্টারগুলোর মধ্যে যমুনা সেতু হয়ে চলা সব ট্রেনের অগ্রিম টিকিট কমলাপুর থেকে পাওয়া যাবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম

বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগরের টিকিট।

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট হাতে পেয়ে তা দেখাচ্ছেন এক তরুণ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট হাতে পেয়ে তা দেখাচ্ছেন এক তরুণ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম

তেজগাঁও রেলস্টেশনে পাওয়া যাবে ময়মনসিংহ, জামালপুরগামী সব আন্তনগরের টিকিট।

বনানী থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট।

ফুলবাড়িয়া পুরোনো রেলভবন থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট।

ঈদ উপলক্ষে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদের দিন চালু থাকবে শোলাকিয়া স্পেশাল–১ ও শোলাকিয়া স্পেশাল–২ ট্রেন দুটি।