বাঁশের 'খেলাঘর'

>নাম রাখা হয়েছে ‘ব্যাম্বু প্লে স্পেস’। বাঁশের তৈরি এই খেলাঘর রয়েছে ঢাকার মোহাম্মদপুরের বছিলায়। খেলাঘরটি ওয়াসপুর হাউজিংয়ের ভেতর। শিশুদের জন্য এই আয়োজনে প্রায় ৮০০ বাঁশ ব্যবহার করা হয়েছে। গবেষণাধর্মী স্থাপত্য প্রতিষ্ঠান ‘পাড়া’র একটি অংশগ্রহণমূলক প্রকল্পের মাধ্যমে এই খেলাঘর গড়ে উঠেছে।

পথশিশুদের উন্নয়নে কর্মরত ‘লিডো পিস হোম’ নামের একটি সংগঠনের শিশু, কিশোর ও ওয়াসপুর হাউজিং কমিউনিটির জন্য তৈরি করা এ জায়গার নকশা ও নির্মাণে অংশ নেন বুয়েট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের শিক্ষার্থীরা। শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন বিভিন্ন বয়সী বাচ্চাদের সৃজনশীল, শিক্ষামূলক, চিকিৎসামূলক ও অন্যান্য কার্যক্রমের উদ্দেশে এটি তৈরি করা হয়।

বাঁশের তৈরি পরিবেশবান্ধব খেলাঘরে খেলায় মেতেছে শিশুরা
বাঁশের তৈরি পরিবেশবান্ধব খেলাঘরে খেলায় মেতেছে শিশুরা
সব বয়সী শিশুর জন্য উন্মুক্ত এই খেলাঘর
সব বয়সী শিশুর জন্য উন্মুক্ত এই খেলাঘর
খেলায় মেতেছে সবাই
খেলায় মেতেছে সবাই
রক ক্লাইম্বিং করছে এক শিশু
রক ক্লাইম্বিং করছে এক শিশু
টায়ার সুইং খেলায় মেতেছে তারা
টায়ার সুইং খেলায় মেতেছে তারা
লিডো পিস হোম ও বছিলার ওয়াসপুর হাউজিংয়ের শিশুদের জন্য তৈরি এই খেলাঘর
লিডো পিস হোম ও বছিলার ওয়াসপুর হাউজিংয়ের শিশুদের জন্য তৈরি এই খেলাঘর
খেলাঘরটি বিশেষভাবে নকশা করা হয় শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন শিশুদের কথা মাথায় রেখে
খেলাঘরটি বিশেষভাবে নকশা করা হয় শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন শিশুদের কথা মাথায় রেখে