বড়ইতলা পুলে ঝুঁকিপূর্ণ রেললাইন

>রাজধানীর শ্যামপুরের ওয়াসা নতুন রাস্তায় বড়ইতলা খালে পুল তৈরি করা হয়েছিল শুধু রেল লাইনের জন্যই। বর্তমানে পুলের রেল লাইনের বিভিন্ন স্থানে নেই ইলাস্টিক রেল ক্লিপ ও নাট-বল্টু। রেলসেতুটির কাঠের স্লিপারগুলোরও অবস্থা বেহাল। অনেক জায়গায় খসে পড়েছে স্লিপারের কাঠ। এ রকম ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন চলছে রেল যোগাযোগ।
প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা নাট-বল্টু
প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা নাট-বল্টু
অনেক স্থানে কাঠ ক্ষয়ে নাট-বল্টু ভেঙে আছে
অনেক স্থানে কাঠ ক্ষয়ে নাট-বল্টু ভেঙে আছে
ভেঙে গেছে কাঠের পাটাতন
ভেঙে গেছে কাঠের পাটাতন
লাইনে স্লিপারে নেই ক্লিপ
লাইনে স্লিপারে নেই ক্লিপ
রেলসেতুটির কাঠের স্লিপারগুলোও বেহাল অবস্থা। লাইনের অনেক স্লিপারে নেই ক্লিপ
রেলসেতুটির কাঠের স্লিপারগুলোও বেহাল অবস্থা। লাইনের অনেক স্লিপারে নেই ক্লিপ
লাইনের মাঝে দেওয়া হয়েছে কাঠের তক্তা
লাইনের মাঝে দেওয়া হয়েছে কাঠের তক্তা
এসব অসংগতি থাকা লাইনের ওপর দিয়েই প্রতিদিন চলছে ট্রেন
এসব অসংগতি থাকা লাইনের ওপর দিয়েই প্রতিদিন চলছে ট্রেন