বাবা-মেয়ে দুজনেরই প্রিয় শচীন দেব বর্মণ

লোকসংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়। মেয়ে শতাব্দী রায় স্নাতকোত্তর পাশ করে এখন গান করছেন। এবারের দুই প্রজন্মে থাকছে তাঁদের দুজনের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় গায়ক-গায়িকা...
কিরণ চন্দ্র রায়: শচীন দেব বর্মণ।
মেয়ে: আমারও শচীন দেব বর্মণ।
২. যাঁর লেখা পড়ে মুগ্ধ হই...
কিরণ চন্দ্র রায়: রবীন্দ্রনাথ ঠাকুর।
মেয়ে: রবীন্দ্রনাথ ঠাকুর, হুথমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়।
৩. যে গানটি নিজের অজান্তে গুনগুনিয়ে উঠি...
কিরণ চন্দ্র রায়: বাংলার লোকজ নানা গান!!
মেয়ে: শোন গো দখিনা হাওয়া।

৪. যে চলচ্চিত্র মনে দাগ কেটেছে...
কিরণ চন্দ্র রায়: সত্যজিৎ রায়ের পথের পাঁচালি।
মেয়ে: দুখাই, পদ্মা নদীর মাঝি।
৫. প্রিয় খাবার...
কিরণ চন্দ্র রায়: মাছ, ভাত-ডাল।
মেয়ে: পিৎজা, বিরিয়ানি।
৬. যে স্থানটিতে বারবার ফিরে যেতে ইচ্ছা হয়...
কিরণ চন্দ্র রায়: বাংলাদেশের যেকোনো জনপদ।
মেয়ে: কুষ্টিয়ার কুমারখালী।
৭. অন্যজনের প্রিয় গুণ...
কিরণ চন্দ্র রায়: ও নিজের ভালোবাসায় গান করে।
মেয়ে: বাবা সবদিক থেকে অনন্যসাধারণ
একজন মানুষ।
৮. যে প্রশংসাটি শুনলে নিজেরই ভালো লাগে...
কিরণ চন্দ্র রায়: নিজের প্রশংসা শুনতে আমার ভালো লাগে না।
মেয়ে: আমি রোগা হয়েছি!
৯. বছরের পছন্দের সময়...
কিরণ চন্দ্র রায়: শীতকাল।
মেয়ে: আমারও শীতকাল ভালো লাগে।