অধিকার প্রতিষ্ঠায় অগ্রগণ্য

শামি চক্রবর্তী
শামি চক্রবর্তী

কখনো মানবাধিকারকর্মী, কখনো শিক্ষক। অনেক ভূমিকায়ই অবতীর্ণ হন শামি চক্রবর্তী। তবে সব ভূমিকাই এক সূত্রে গাঁথা। পেশায় আইনজীবী। ভারতীয় বাঙালি পরিবারে ১৯৬৯ সালে জন্ম। বর্তমানে লন্ডনের অক্সফোর্ড ব্রোকস ইউনিভার্সিটির আচার্য শামি চক্রবর্তী। ২০০৩ সাল থেকে যুক্ত আছেন নাগরিক স্বাধীনতা-বিষয়ক অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ব্রিটিশ সিভিল লিবার্টিজের সঙ্গে। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন শেষে যুক্তরাজ্যের মিনিস্টারিয়াল ডিপার্টমেন্টের হোম অফিসে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ব্রিটিশ সিভিল লিবার্টিজের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করছেন শামি। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করা, অপরাধ এবং নিরাপত্তা আইন নিয়ে করা তাঁর কাজগুলো আলোচিত। এসব বিষয়ে নিয়মিত বিবিসি রেডিওতে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন শামি।
কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। আচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক আইনবিষয়ক কলেজের সম্মানিত ফেলো তিনি। ২০০৭ সালে ব্রিটেনের রানির জন্মদিনে বিশেষ সম্মাননা উপলক্ষে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এমপায়ার (সিবিই) হিসেবে নিযুক্ত হন। যুক্তরাজ্যে মানবাধিকার, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ইত্যাদি বিষয়ে বিশেষ অবদানের জন্য ইউনিভার্সিটি অব গ্ল্যামারগান থেকে পেয়েছেন বিশেষ সম্মানসূচক ডিগ্রি। যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ নারীর তালিকার মধ্যেও জায়গা করে নেওয়া শামি চক্রবর্তী এখনো কাজ করে যাচ্ছেন মানবাধিকার, স্বাধীনতা, সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয়ে। আরও কাজ করে যেতে চান।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: উইকিপিডিয়া, গার্ডিয়ান