পড়ালেখা ছেড়ে পদ্মাবতী ও অন্যান্য

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

এক পদ্মাবত নিয়ে কত জল ঘোলা হলো বলিউডে! কত বিক্ষোভ, তোলপাড়। বিতর্কের কেন্দ্রে ছিলেন রানি পদ্মাবতী। আর এই চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। পদ্মাবত দীপিকার মুকুটে নতুন কোনো পালক যোগ করল কি না, সে প্রসঙ্গ থাক। তিনি যে ভারতের একজন প্রভাবশালী তারকা, সেটা নিশ্চয়ই অনস্বীকার্য। বলিউড তো বটেই, হলিউডি ছবিতেও এরই মধ্যে তাঁর অভিষেক হয়েছে। তিন-তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার আছে তাঁর ঝুলিতে। ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনয়শিল্পীদের মধ্যে তিনি একজন। অথচ জানেন, তুমুল জনপ্রিয় এই অভিনয়শিল্পী কলেজের পড়া শেষ করতে পারেননি।

ডেনমার্কে জন্ম নেওয়া দীপিকার বাবা ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় আর মা ট্রাভেল এজেন্ট। শৈশবে ব্যাঙ্গালুরুর সোফিয়া হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে মাউন্ট কারমেল কলেজে ভর্তি হন। সে সময় পড়াশোনার পাশাপাশি ব্যাডমিন্টনই ছিল তাঁর সব। এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ছোটবেলায় আমি প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতাম। ব্যায়াম করতাম। স্কুল শেষে ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত থাকতাম। বাড়ি ফিরে স্কুলের পড়া তৈরি করে ঘুমাতাম। এই ছিল রুটিন।’ স্কুল পর্যায়ে দীপিকা বেসবলও খেলেছেন। কলেজের আঙিনায় পা রাখলেও পড়াশোনা শেষ করার আগেই মডেলিং দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। পরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে স্বল্পমেয়াদি কোর্সের জন্য ভর্তি হয়েছিলেন দীপিকা। কিন্তু বলিউডে তত দিনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে আবারও পড়াশোনাকে বিদায় জানান তিনি। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী চরিত্রে অভিনয় করেছেন ঠিকই, তবে ছাত্র হিসেবে আর কখনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে পা রাখেননি।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে