পাঁচ নারীর এফ মাইনর

এফ মাইনর ব্যান্ডের সদস্যরা: বাঁ থেকে রাত্রি জেংঝাম, িপংকি িচড়ান, চিড়িং ক্লাসি, নাদিয়া িরছিল ও গ্লোরিয়া মান্দা। ছবি: লেখক
এফ মাইনর ব্যান্ডের সদস্যরা: বাঁ থেকে রাত্রি জেংঝাম, িপংকি িচড়ান, চিড়িং ক্লাসি, নাদিয়া িরছিল ও গ্লোরিয়া মান্দা। ছবি: লেখক

একটা গিটার ৷ একটা কাহন ৷ একটা বেজ গিটার ৷ সঙ্গে একটা ইউকুলেলে ৷ আর আছে ড্রাম। সুর তোলার পাঁচ যন্ত্র পাঁচ নারীর হাতে। এই পাঁচজন মিলে একটি গানের দল। দলের নাম এফ মাইনর ৷ দলের সবাই গারো সম্প্রদায়ের সদস্য।

ঢাকায় ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে সম্প্রতি দেখা হলো এফ মাইনরের সঙ্গে। একটা অনুষ্ঠানে সেদিন ছিল তাদের পরিবেশনা। এই পাঁচ শিল্পী বাংলা গান করেন, আবার নিজস্ব নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী গানও তাঁরা পরিবেশন করেন৷

শিল্পীদের সঙ্গে কথায় কথায় জানা গেল, হারিয়ে যেতে বসা নিজেদের ঐতিহ্যের গানগুলো সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এফ মাইনর। গারোদের ঐতিহ্যবাহী গান নিয়ে সেগুলো আধুনিক বাদ্যযন্ত্রে নতুন করে পরিবেশন করে এই দল। এভাবে এই পাঁচ শিল্পী চান নতুন প্রজন্ম এবং দেশের মানুষের কাছে তাঁদের সংস্কৃতির গানগুলো তুলে ধরতে।

ঢাকায় ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে সম্প্রতি এফ মাইনরের পরিবেশনা
ঢাকায় ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে সম্প্রতি এফ মাইনরের পরিবেশনা

এই ব্যান্ডের জন্ম ২০১৬ সালে ৷ বছর পেরোতেই তাদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের ৷ এফ মাইনরের সমন্বয়ক সংগীতশিল্পী যাদু রিছিল ভেবেছিলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের নিয়ে একটা গানের দল করা যায়। শুরুতে তিনজন নিয়ে এই দলের যাত্রা শুরু হয় ৷ এখন দলে রয়েছেন পাঁচজন শিল্পী ৷ যাদু বললেন, ‘অল্প দিনেই এই শিল্পীরা ভালো করছেন ৷ সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গান ছড়িয়ে দিতে পারছি ৷ এই দলের শিল্পীরা নিজেরা গান লেখেন, সুরও করেন।’

এফ মাইনর বেশ কিছু অনুষ্ঠানে গান গেয়েছে। দলের সদস্য নাদিয়া রিছিল শুরু থেকেই আছেন এই দলে। নাদিয়া দলের গিটারিস্ট, গানও করেন। তাঁর জন্ম ময়মনসিংহের হালুয়াঘাটে ৷ সম্প্রতি সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। নাদিয়া বললেন, ‘আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমরা আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর গান সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছি। শুরুতে আরও ছিলেন পিংকি চিড়ান ও আশ্চর্য চাকমা ৷ তবে আশ্চর্য চাকমা এখন আর এ দলে নেই। পিংকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীতে পড়াশোনা করছেন ৷ দলের ভোকালিস্ট তিনি, সঙ্গে বাজান গিটার। এফ মাইনরের ড্রামার চিড়িং ক্লাসি আর লিড গিটার বাজান গ্লোরিয়া মান্দা ৷ এই দুজনের বাড়িও হালুয়াঘাটে। টাঙ্গাইলের মধুপুরের মেয়ে রাত্রি জেংঝাম দলের বেজ গিটারিস্ট। তিনি স্বপ্ন দেখেন একদিন এই দল দেশের অন্যতম সেরা গানের দলে পরিণত হবে।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মে দিবসসহ বিশেষ বিশেষ দিনগুলোতে এফ মাইনরের পরিবেশনা থাকে বিভিন্ন অনুষ্ঠানে। গত মাসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে বেশ কটা অনুষ্ঠানে গান গেয়েছে এফ মাইনর। আরও বেশি পরিবেশনা করে দলটিকে জনপ্রিয় করে তুলতে চান এই পাঁচ নারী।