চ্যাম্পিয়ন বাংলাদেশের 'গিকি হেড'

জাপানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়াং ইনোভেটরস সামিট ২০১৮–এর প্রতিযোগীরা
জাপানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়াং ইনোভেটরস সামিট ২০১৮–এর প্রতিযোগীরা
>জাপানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়াং ইনোভেটরস সামিট ২০১৮-তে ৫০টি প্রকল্পের মধ্যে সেরা হয়েছে বাংলাদেশের তিন তরুণের গড়া দল ‘গিকি হেড’। জিতে নিয়েছে ‘বেস্ট আইডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড’। দলের সদস্য ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ছাত্র মাহামুদুল হাসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের রিদওয়ানুল আরেফিন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সাদমান সাকিব। গত বুধবার প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন মাহামুদুল হাসানরিদওয়ানুল আরেফিন। শুনিয়েছেন তাঁদের পুরস্কার জয়ের গল্প