ইজতেমার ছবি পেল পুরস্কার

বিশ্ব ইজতেমার সময় তোলা এই ছবি জিতেছে পুরস্কার।
বিশ্ব ইজতেমার সময় তোলা এই ছবি জিতেছে পুরস্কার।

নিয়মিত ভ্রমণবিষয়ক ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বখ্যাত সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক। পোশাকি নাম ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটো কনটেস্ট-২০১৯। প্রতিযোগিতায় তিনটি বিভাগে আলোকচিত্র আহ্বান করা হয়েছিল। নগর, প্রকৃতি ও মানুষ—এই তিনটি বিভাগে সারা বিশ্বের আলোকচিত্রীদের পাঠানো ছবি থেকেই ১২ জুন বিজয়ী ছবির তালিকা প্রকাশ করা হয়েছে। ‘নগর’ বিভাগে সেরা ছবির তালিকায় রয়েছে বাংলাদেশের জনজীবনের একটি আলোকচিত্র।

প্রথম পুরস্কারপ্রাপ্ত ছবি গ্রিনল্যান্ডিক উইন্টার।
প্রথম পুরস্কারপ্রাপ্ত ছবি গ্রিনল্যান্ডিক উইন্টার।

নগর বিভাগের তৃতীয় সেরা সেই ছবিটি তুলেছেন ভারতের কলকাতার আলোকচিত্রী সান্দীপনি চট্টোপাধ্যায়। সান্দীপনির ‘স্ট্রিটস অব ঢাকা’ শিরোনামে ছবিটি বিশ্ব ইজতেমার সময়কার। সেদিন ছিল আখেরি মোনাজাত। লাখ লাখ মানুষের সমাগম ছিল টঙ্গী এলাকায়। টঙ্গী ব্রিজের কাছেই ক্যামেরা কাঁধে বসেছিলেন সান্দীপনি। ইজতেমার ময়দান পেরিয়ে একসময় মহাসড়কে দাঁড়িয়ে নামাজে শরিক হয়েছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ আদায় করার সেই মুহূর্তের ছবিই তোলেন সান্দীপনি চট্টোপাধ্যায়। মেসেঞ্জারে তিনি বলছিলেন, ‘বিশ্ব ইজতেমার জমায়েতের কথা আমার জানা ছিল। অনেক দেশি-বিদেশি আলোকচিত্রী সে সময় ঢাকায় যান, ছবি তোলেন। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করলেও আমি শৌখিন আলোকচিত্রী। আমারও আগ্রহ ছিল সে সময় যাব। বাংলাদেশি আলোকচিত্রী বন্ধুদের আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম ঢাকায়। সাত দিনের সেই সফরে ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ছবিও তুলেছিলাম।’

দ্বিতীয় পুরস্কার পায় এই ছবি।
দ্বিতীয় পুরস্কার পায় এই ছবি।

২০১৮ সালে তোলা সেই ছবিগুলো থেকেই ‘স্ট্রিটস অব ঢাকা’ শিরোনামের ছবিটি পাঠিয়েছিলেন ভ্রমণবিষয়ক প্রতিযোগিতার জন্য। প্রতিযোগিতার কয়েকটি ধাপ পেরিয়ে তাঁর ছবিটি পুরস্কার পেয়েছে। অপর প্রান্ত থেকে পুরস্কার পাওয়ার আনন্দ প্রকাশ করছিলেন সান্দীপনি, ‘এই আনন্দের কোনো তুলনা হয় না। বিশ্বের নামকরা আলোকচিত্রীরা ন্যাশনাল জিওগ্রাফিকের এই প্রতিযোগিতায় ছবি পাঠান। সেই নামজাদা মানুষদের মধ্য থেকে আমার ছবি পুরস্কৃত হয়েছে, এ তো বিরাট সৌভাগ্যের বিষয়।’

নগর বিভাগে প্রথম পুরস্কার পাওয়া ছবিটি আলোকচিত্রী উইমিন চুর তোলা। ‘গ্রিনল্যান্ডিক উইন্টার’ শিরোনামে দৃষ্টিনন্দন ছবিটিতে তুষার ঢাকা নানা রঙের কিছু বাড়ি দেখা যায়। উইমিন ছবিটি তুলেছেন গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে জ্যাসেন তদোরোভ নামের এক আলোকচিত্রীর ‘ইন দ্য এজ অব অ্যাভিয়েশন’ ছবিটি। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের অংশবিশেষ দেখা যায় ছবিটিতে।