আত্মরক্ষার কৌশল শেখান তিনি

২০১২ সালের ১৬ ডিসেম্বর, ভারতের দিল্লির বাসে গণধর্ষণের ঘটনায় নড়ে উঠল বিশ্ব, ঠিক তখনই উত্তর প্রদেশের মার্শাল আর্ট গুরু অভিষেক যাদব অভি ঠিক করলেন তিনি এমন কিছু করবেন যেন নারীরা নিজেরাই রক্ষা করতে পারেন নিজেদের।

২০১৯ পর্যন্ত সাত বছর অভিষেক উত্তর প্রদেশে প্রায় আড়াই লাখ নারীকে বিনা মূল্যে আত্মরক্ষার কৌশল শিখিয়েছেন। ২৮ বছর বয়সী এ তরুণ আবিসেলফ প্রোটেকশন ট্রাস্ট নামে একটি এনজিও পরিচালনা করেন, যেখানে তিনি ‘আমার রক্ষা, আমার হাতে’ নামে এক প্রকল্পের আওতায় গ্রামের নারীদের আত্মরক্ষার কলাকৌশল শেখান।

২০০২ সালে কারাতে স্বর্ণজয়ী অভিষেক উত্তর প্রদেশের পুলিশদের কমান্ডো ট্রেনিং দিতেন, সেই জ্ঞান নিয়েই এগিয়ে আসেন নারীদের রক্ষায়।

অভিষেক বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিটি মানুষকে এতটা শক্তিশালী করা যেন তারা জীবনে যেকোনো চ্যালেঞ্জ নিতে পারে। তাই আমরা আইকিডোকে বেছে নিয়েছি। অনুশীলনের মাধ্যমে যে কেউ এতে পারদর্শী হয়ে উঠতে পারে এবং বাস্তব জীবনের সমাধানেও সাহায্য করে।’

 স্কুলে ঘুরে ঘুরে নারীদের আত্মরক্ষার শিক্ষা দেন অভিষেক। ২০১৬ সালে উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার কুণ্ডা শহরে একসঙ্গে ৫ হাজার ৭০০ নারীকে একসঙ্গে আত্মরক্ষার শিক্ষা দেওয়ায় অভিষেক নাম লেখান লিমকা ওয়ার্ল্ড রেকর্ডে।

সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস