আন্দোলনেও সক্রিয় তিনি

শারমিন আক্তার।  ছবি: সংগৃহীত
শারমিন আক্তার। ছবি: সংগৃহীত

শারমিন আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর দৃষ্টিশক্তি নেই। কিন্তু ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তিন মাস ধরে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হচ্ছে, তাতে সক্রিয় শারমিন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আন্দোলনরত শারমিনের ছবি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে ৫ নভেম্বর শান্তিপূর্ণ অবস্থানে আন্দোলনকারীদের ওপর হামলার খবরে তিনি আর হলে বসে থাকতে পারেননি। আন্দোলনকারী বন্ধুদের পাশে এসে দাঁড়ান বলে জানালেন শারমিন।

মুঠোফোনে শারমিন বললেন, পরিবারের সবাই তাঁকে নিয়ে চিন্তিত। কিন্তু পরিবারের কেউ কখনো অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে থাকার শিক্ষা দেয়নি। তাই পরিবারের সদস্যরা সাহস জুগিয়ে যাচ্ছেন এই সময়েও।

শারমিন বললেন, ‘মিছিলে যেতে কোনো সমস্যা হয় না এমন না, সমস্যা হয়। বন্ধুদের সাহায্য নিয়ে বন্ধুদের হাত ধরেই মিছিলে হাঁটছি, স্লোগান দিচ্ছি। ’