ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে ন্যাপকিন ভেন্ডিং মেশিন

তিলোত্তমা শিকদার।  ছবি: সংগৃহীত
তিলোত্তমা শিকদার। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে সম্মিলিত শিক্ষার্থী পরিষদের প্যানেলের ইশতেহারে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন সুবিধা পেতে ভেন্ডিং মেশিনের ব্যবস্থার কথা ছিল। এই প্যানেলের নির্বাচিত সদস্য তিলোত্তমা শিকদার উদ্যোগী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি স্থানে এসিআইয়ের সহায়তায় ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নিয়েছেন।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তিলোত্তমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী সিনেট সদস্য।

 তিলোত্তমা শিকদার বললেন, ‘সমাজে স্যানিটারি ন্যাপকিন নিয়ে ট্যাবু আছে। দোকানে কিনতে গেলে এখনো অনেক মেয়ে কাগজে লিখে দেন। প্যাকেটে মুড়ে নেন। মুখে বলতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি এই ট্যাবুটা ভাঙা শুরু করি, তাহলে সব জায়গায় তা শুরু করা সহজ হবে।’

ডাকসুর কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম তিলোত্তমাকে এসিআই গ্রুপের কাছে পাঠান।

তিলোত্তমা বললেন, এখানে প্যাড সুলভ মূল্যে পাওয়ার বিষয়টিই মূল উদ্দেশ্য না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে মেয়েদের জন্য শতভাগ নিরাপদ একটি ক্যাম্পাস গড়তেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।