শেরপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান

নাজমুন নাহার
নাজমুন নাহার

শেরপুর জেলার প্রথম ও একমাত্র নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার। ১৩ জানুয়ারি ময়মনসিংহ বিভাগের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি। নাজমুন নাহার সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা। 

ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের নাজমুন নাহারের বাবা প্রয়াত শরাফত আলী ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একটানা ৩০ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

নির্বাচনে বিজয়ের পর নাজমুন নাহার বলেন, ‘এখন আমার প্রথম কাজ হবে ভাতশালা ইউনিয়নের উন্নয়ন তথা এ ইউনিয়নবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা। শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে সবার সহযোগিতায় কাজ করতে চাই।’ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী নাজমুন নাহার পেশাগত জীবনে একজন ব্যবসায়ী। তাঁর স্বামী হাফিজুর রহমান বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাঁদের এক ছেলে। সংসার সামলানোর পাশাপাশি নাজমুন নাহার জনগণের জন্য কাজ করতে চান।