সংকেতচিহ্নে নারী

সুইজারল্যান্ডের জেনেভা শহর কর্তৃপক্ষ সড়কে পথচারী পারাপারের সংকেতচিহ্নে পুরুষের অবয়বের পাশাপাশি নারীর অবয়ব বসানোর কাজ হাতে নিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা নারী, তরুণী, প্রবীণ নারীসহ মোট ছয় ধরনের নারীর অবয়ব পথচারী পারাপারের চিহ্নে বসানো হচ্ছে।

জেনেভায় পথচারী পারাপারের প্রায় ৫০০ সংকেতচিহ্ন রয়েছে। এগুলোয় এত দিন শুধু পুরুষকে দেখা যেত। এখন চিহ্নগুলোর অর্ধেক, অর্থাৎ আড়াই শ সংকেতচিহ্নে নারীর অবয়ব বসানো হবে।

এ কাজে প্রায় ৫৮ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। জেনেভা শহর কর্তৃপক্ষ এই ব্যয়ভার বহন করবে। সুইজারল্যান্ডের প্রথম শহর হিসেবে জেনেভা এ ধরনের উদ্যোগ গ্রহণ করল।