অপ্রতিরোধ্য যাত্রা মরিয়মের

মরিয়ম আক্তার।  ছবি: মাকসুদা আজিজ
মরিয়ম আক্তার। ছবি: মাকসুদা আজিজ

‘আপা, আগে তো মেয়েদের কাজে আসা নিয়ে সবাই ভয় পেতেন, এখন বাবা–মায়েরাই মেয়েদের কাজে দিয়ে যান,’—এভাবেই নিজের এলাকার মেয়েদের কর্মসংস্থান সম্পর্কে মানসিকতা বদলের কথা বললেন নারায়ণগঞ্জের মূসাপুর গ্রামের মরিয়ম আক্তার। গত ২৯ ডিসেম্বর প্রথম আলোর নারীমঞ্চ পাতায় মরিয়মের ইসমাইল ইলেকট্রনিকসের উদ্যোগের খবর ছাপা হয়। চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসে মরিয়ম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে আনস্টেবল উইমেন বা অপ্রতিরোধ্য নারী হিসেবে পুরস্কার পেয়েছেন।

পুরস্কার হাতে স্বামী মহিউদ্দিন মনিরসহ প্রথম আলোর কার্যালয়ে আসেন মরিয়ম। বললেন, নারীমঞ্চের প্রতিবেদনটি প্রকাশিত হলে বিভিন্ন মহল থেকে ব্যাপক সাড়া পান। সবাই জানতে পারেন তাঁর উদ্যোগ সম্পর্কে। জানালেন, আগে শুধু তাঁর স্বামী নবাবপুরে তৈরি পণ্যগুলো বিক্রি করতেন, এখন কারখানা থেকেও পণ্য বিক্রি হয়।

প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের গ্রামের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরিয়ম। বলেন, ‘আগে শুধু আমি একা কাজ করতাম, এখন অন্য নারীরা যে যাঁর সাধ্যমতো কাজ করছেন, এতে গ্রামের পরিবেশ অনেক উন্নত হয়েছে।’