করোনাকালে নারী ও কন্যাশিশুর জন্য মহিলা পরিষদের কার্যক্রম

সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মোকাবিলায় ৫৭টি সাংগঠনিক জেলা শাখার মাধ্যমে কেন্দ্রীয় কমিটিসহ বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও শিশুর জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

 অভিযোগ প্রাপ্তি, পরামর্শ এবং আইনি সহায়তায় মহিলা পরিষদ হটলাইন নম্বর চালু করেছে। লিংক (facebook. com/ 102281041486142 /posts/ 104433591270887 /? sfnsn=mo)

অনলাইন স্বাস্থ্যসেবা

নারী ও শিশুর স্বাস্থ্যসেবা দিতে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক অনলাইনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

 লিংক (https://www. facebook. com/BangladeshMahilaparishad/posts/ 103374908043422)

 এর বাইরে ত্রাণ বিতরণ, জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন প্রকাশ, স্মারকলিপি দেওয়াসহ অন্যান্য কার্যক্রমও চালু আছে।