রক্ত ঘামের মুখ দুই

জানেক মিয়া।
জানেক মিয়া।

জানেক মিয়া৷ জামালপুরের বউ সরগর গ্রামে তাঁর বাড়ি৷ আবুধাবিতে কাজ করেন৷
কয়েক দিন আগে কাজ শেষে কোম্পানির বাসে ক্যাম্পের সামনে নেমেছেন৷ তখন কথা হলো জানেক মিয়ার সঙ্গে৷ এই মানুষটি ঋণ করে এ দেশে আসেন৷ তিন লাখ টাকা খরচ হয়েছিল৷ ক্লিনারের চাকরি৷ তিন বছর পার হলো৷ এখন তিনি ঋণমুক্ত৷
দেশে জমিজমা, বাড়িঘর বলতে কিছু নেই৷ যমুনায় ভেঙে নিয়ে গেছে৷ থাকেন শ্বশুরবাড়িতে৷ এক ছেলে ও এক মেয়ের জনক তিনি৷ ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে৷ এসএসসিতে জিপিএ-৪.৩৩ পাওয়া মেয়ে পড়ে দ্বাদশ শ্রেণিতে।
সন্তানদের নিয়ে তাঁর স্বপ্নের কথা জিজ্ঞেস করেছিলাম৷ তড়িঘড়ি করে বললেন, ‘একটা ভুল করে ফেলেছি।’ এই দ্রুততা তাঁর টানাপোড়েনের জন্য কি না, বোঝা গেল না৷ ভুলটি হচ্ছে, মেয়েকে এসএসসির পরই বিয়ে দিয়েছেন৷ স্কুলের প্রধান শিক্ষক নিষেধ করেছিলেন, শোনেননি৷ বললেন, জামাই একই কলেজে পড়ে৷ জানেক মিয়া ভুলটি বুঝতে পেরেছেন৷ কিন্তু এ ভুল শোধরানোর সুযোগ তাঁর আছে কি!

নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত