লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ সাইন

লিটল বাংলাদেশ সাইন
লিটল বাংলাদেশ সাইন

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হলিউডের ১০১ ফ্রিওয়ের ভারমন্ড বুলোভার্ডের নর্থ ও সাউথ এলাকার বহির্গমন পথে লিটল বাংলাদেশ লেখা দুটি সাইন লাগানো হয়েছে। গত ২৮ আগস্ট রাতে সাইন দুটি স্থাপন করা হয়।

ফ্রিওয়েতে লিটল বাংলাদেশ সাইন স্থাপনের জন্য স্থানীয় সিটি কর্তৃপক্ষের কাছে প্রায় দুই বছর আগে আবেদন করেছিলেন বাংলাদেশি মো. আক্তার হোসেন মিয়া। সিটি কর্তৃপক্ষ এক বছর আট মাস আগে তাঁকে চিঠি দিয়ে জানায়, এ জন্য সিটিতে ৩ হাজার ৭৫০ ডলার এবং সাইন বানোনোর জন্য আরও ২ হাজার ২০০ ডলার জমা দিতে হবে।

মো. আক্তার মিয়া ফি কিছুটা কমানোর জন্য ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিক ৭ বরাবরে আবেদন করেন। পরবর্তী সময় ফি কমিয়ে ৯০০ ডলার করা হয়।

উল্লেখ্য, সাইন বানানোর খরচ দেন মো. ইয়াহিয়া এবং সিটির ফির ৯০০ ডলার জমা দেন মোয়াজ্জেম হোসেন। কয়েকজন এ জন্য চাঁদা দিতে আগ্রহী ছিলেন, কিন্তু তার আর দরকার হয়নি। হলিউডের ফ্রিওয়েতে লিটল বাংলাদেশের এই দুইটি সাইন স্থাপনের ফলে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি পাবে এবং প্রতিদিন অসংখ্য মানুষ বাংলাদেশের নাম জানবে।

তপন দেবনাথ

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র