ম্যাপল বনে

ম্যাপল বন
ম্যাপল বন

গ্রীষ্ম শেষে মেঘ ভেসে ওই শরৎ এসেছে
ম্যাপলগাছের বনে বনে আগুন লেগেছে।
সবুজ পাতার গাছগুলো তাই সাজতে বসেছে
কমলা হলুদ লালচে রঙে রঙিন হয়েছে।
ডোরা কাটা লাল পাড়ের এক শাড়ি পরেছে
মেরুন রঙের আঁচল দিয়ে বুকটা ঢেকেছে।
কপাল টাতে টিপ লাগিয়ে সিঁদুর দিয়েছে
হাতের বালা ঝুমকা নোলক নূপুর এনেছে।

ম্যাপলপাতা
ম্যাপলপাতা

রংধনু সাত রঙা হতে মেকআপ করেছে
রেড সিডার আর পিন চেরিতে ব্লাস-অন সেরেছে।
ওক গাছের ওই পার্লারে-তে সাজতে গিয়েছে
অনেক ভিড়ে হতাশ হয়ে লাইন ধরেছে।
দলবাঁধা সব জার্কুনগুলোর আড্ডা জমেছে
জ্যোৎস্না রাতে চাঁদ মামা তাই মুচকি হেসেছে।
পাইন বনের কাছ হতে যেই বিদায় নিয়েছে
গহিন রাতে বিউবো পেঁচা অনেক কেঁদেছে।
রঙিন পাতা ধূসর হয়ে ঝরতে চেয়েছে
তুষারপাতের আগেই ঝরে স্বস্তি পেয়েছে।
শীতের ভয়ে গাছগুলো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে
পত্রবিহীন ম্যাপল বনের কষ্ট বেড়েছে।


রানা টাইগেরিনা
টরন্টো, কানাডা