কোনো বাধা নেই যেখানে

বয়ঃসন্ধির ছেলেমেয়েরা স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। তারা কারও বাধা মানতে চায় না। ইচ্ছামতো চলতে চায়। এ কারণে অনেক সময় তারা অসৎসঙ্গে জড়িয়ে পড়ে। অনেক মা-বাবা সন্তানকে বোঝার চেষ্টা করেন না; বরং বাইরের মানুষের কথা শুনে সন্তানের সঙ্গে রাগারাগি করেন। কেউ কেউ মারধরও করেন। ফলে, সন্তান নিজেকে শুধরায় না; বরং জেদের কারণে নিজেকে আরও নেতিবাচক মানুষ হিসেবে তৈরি করে ফেলে।

অনেক সময় দেখা যায়, মা–বাবারা তাঁদের ইচ্ছা সন্তানদের ওপর চাপিয়ে দেন। ছেলেমেয়েদের মতামত নেন না তাঁরা। অনিচ্ছা নিয়ে কাজটি করতে গেলে সেটি ভালো হয় না। সে তার মনের কথা বলার জন্য অন্য সঙ্গী খোঁজে, যা মা-বাবার কাছে অজানা থাকে।

কোনো কোনো মেয়েসন্তানের মা-বাবা চান না তাদের কোনো ছেলেবন্ধু থাকুক। এই মনোভাব বদলানো উচিত। কার সঙ্গে মিশছে, সেটি অবশ্যই খোঁজ নেওয়া উচিত। আসলে সন্তানের সঙ্গে বোঝাপড়া থাকতে হবে। তাহলে সন্তানও সুষ্ঠুভাবে বিকশিত হবে। এটি অভিভাবক ও সন্তান—দুজনের জন্যই ভালো।

সাবাহ নুরানী

অষ্টম শ্রেণি, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুষ্টিয়া।