সৌদিপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা
পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা

সৌদি আরবপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক ফোরাম। এই সংগঠনের উদ্যোগে ২৩ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদের এনাবিয়া কমিউনিটি সেন্টারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদের আঞ্চলিক ব্যবস্থাপক হেলাল উদ্দিন, বাংলাদেশ পণ্য আমদানিকারক সমিতি রিয়াদ শাখার সভাপতি কাপ্তান হোসেন, সেলিম ভুইয়া, হেলাল উদ্দিন ফিরোজ, জাকির হোসেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রিয়াদ শাখার সভাপতি নুরুল ইসলাম আহমেদ, কারী আবদুল হাকিম প্রমুখ।

পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা
পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা

সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ ইংলিশ শাখার সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, বর্তমান পরিচালনা পরিষদের সদস্য সোহান, কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, কলামিস্ট আবদুল আজিজ মীর, প্রবাস বাংলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান, শাহেদ আলী, ব্যবসায়ী হাবিবুর রহমান জাফর, বেস্ট ইউশার গ্রুপের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম, জয়নাল আবেদীন বাকের, মোহাম্মদ আল আমীন, আবু ছাঈদ, জাহাঙ্গীর আলম হৃদয়, নুরুল আনোয়ার, জহির উদ্দিন মনির, আরিফুর রহমান, আবদুল হালিম, মহিউদ্দীন চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন সোহরাব হোসেন লিটন ও মামুনুর রশিদ।
সাংস্কৃতিক সন্ধ্যায় রিয়াদের বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় নাচ ও গান।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব