অ্যালিসন ব্রুকস : সফল পুরস্কারজয়ী স্থপতি

অ্যালিসন  ব্রুকস
অ্যালিসন ব্রুকস

স্থপতি হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। স্বপ্ন তাঁকে এগিয়ে নিয়ে গেছে। বড় হয়ে স্থপতি হিসেবেই হয়েছেন সফল। তিনি পুরস্কারজয়ী স্থপতি অ্যালিসন ব্রুকস। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আছে তাঁর নিজের প্রতিষ্ঠান ‘অ্যালিসন ব্রুকস আর্কিটেক্টস’।
কানাডার টরন্টোতে ব্রুকসের জন্ম ১৯৬২ সালে। স্থাপত্য বিষয়ে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব ওয়াটার লু থেকে। পরবর্তী সময়ে যুক্তরাজ্যে চলে আসেন এবং যুক্ত হন নকশাবিদ রন আর্ডের সঙ্গে। ১৯৯১ সালে রনের সঙ্গে যৌথভাবে চালু করেন রন আর্ড অ্যাসোসিয়েটস। ১৯৯৬ সালে নিজের প্রতিষ্ঠান অ্যালিসন ব্রুকস আর্কিটেক্টস প্রতিষ্ঠা করেন।
স্থপতি ব্রুকসের অন্যতম কাজ হচ্ছে যুক্তরাজ্যের কেন্টে অবস্থিত ইংলিশ চ্যানেল ফ্লোকস্টোন। এ ছাড়া করেছেন নানা ধরনের উল্লেখযোগ্য কাজ। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানা পুরস্কার। ১৯৯৯ সালে যুক্তরাজ্যের ‘ইয়ং আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় তৃতীয় হন তিনি। এ ছাড়া পেয়েছেন ইউরোপিয়ান হোটেল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পুরস্কার (সেরা ইন্টেরিয়র ডিজাইনার), এজে ওমেন আর্কিটেক্ট অব দ্য ইয়ার পুরস্কার। কেমব্রিজের হাউসিং ডেভেলপমেন্টের ২৩ দশমিক ৫ একর জুড়ে তৈরি ভবনের নকশাকার হিসেবে পেয়েছেন সম্মানজনক রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস স্ট্রিলিং পুরস্কার। গত বছর দ্য গার্ডিয়ান–এর করা সেরা ১০ স্থপতির তালিকায় রয়েছে ব্রুকসের নাম। স্থাপত্যে নকশা করতে খুবই পছন্দ করেন। তাই করে যাচ্ছেন মনের আনন্দে।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
সূত্র: দ্য গার্ডিয়ান, উইকিপিডিয়া