মুক্তিযুদ্ধের এক অধ্যায়

চলছে নাটক নির্মাণের নেপথ্য কাজ
চলছে নাটক নির্মাণের নেপথ্য কাজ

‘আমাদের স্বাধীনতাযুদ্ধের নানা ঘটনার মধ্যে মেয়েদের অবদানটা অন্যতম। অথচ সেই বীরদের কথা আমরা কতটা ভেবেছি? এখনো তাঁরা কীভাবে লড়াই করে যাচ্ছেন এই স্বাধীন দেশে, সেই খবরই বা রাখে কজন! আমাদের এই মা- বোনদের ত্যাগের কথা নতুন প্রজন্মের জানা দরকার। নাটকের মাধ্যমে সেটা আমরা তুলে ধরতে চাই সবার সামনে।’ লিসা গাজীর সঙ্গে যখন এই কথোপকথন চলছে, তখন দলের বাকি সদস্যরা ব্যস্ত পোশাক পরিকল্পনা, ভিডিও সম্পাদনা বা নাটকের পরিকল্পনা নিয়ে। লন্ডনভিত্তিক মঞ্চনাটকের দল ‘কমলা কালেক্টিভ’; যারা নিজেদের নাটকের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে নারীদের তুলে ধরতে চায়। চোখ খুলে দিতে চায় অন্যদের। তাই নিজেদের প্রথম নাটকের বিষয়বস্তু হিসেবে তারা বেছে নিয়েছে বাংলাদেশের বীর নারীদের। গবেষণা আর আলোচনা করে তাঁদের কাছেই জেনেছে সেই ভয়াবহ পরিস্থিতির কথা। সেগুলোকে উপজীব্য করেই তারা মঞ্চস্থ করতে চায় নাটক বীরাঙ্গনা: ব্রেভ উইমেন। সিরাজগঞ্জের ২০ জন নারীর সঙ্গে কথা বলে এবং সেসব দৃশ্য ধারণ করে এখন চলছে মঞ্চনাটকটির মহড়া এবং তথ্যচিত্রের জন্য তাদের ভিডিও সম্পাদনা।
কমলা কালেক্টিভ গ্রুপের চার সদস্যের মধ্যে আছেন দুই ব্রিটিশ বাঙালি লিসা গাজী ও সোহিনি আলম এবং দুজন ব্রিটিশ ফিলিজ ওজকান আর ক্যাটলিন অ্যাবোট। বিভিন্ন সময়ে একসঙ্গে মঞ্চনাটক করতে গিয়েই তাঁদের পরিচয় ও বন্ধুত্ব। এরপর নিজেরাই গড়ে তুলেছেন নাটকের দল কমলা কালেক্টিভ। তবে এবারে এই দলের সঙ্গে চিত্রগ্রহণ, সম্পাদনাসহ নানা কাজে যুক্ত হয়েছেন লন্ডনপ্রবাসী আরও এক বাঙালি ফাহমিদা ইসলাম। সোহিনি আলম নাটকটির সংগীত এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করছেন লন্ডনে বসেই। আর ঢাকায় এসে এখন নাটকের মহড়া ও চিত্রায়ণের কাজ করছেন বাকি চারজন। নাটকটির পরিচালক ফিলিজ ওজকান বলেন, ‘বাংলাদেশের বীরাঙ্গনা নারীদের কথা সারা বিশ্বের মানুষেরই জানা উচিত। এখনো তাঁদের সমাজের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এই সত্যি গল্প আমরা লন্ডনের মঞ্চে উপস্থাপন করতে চাই।’

ফাহমিদা ইসলাম, লিসা গাজী, ফিলিজ ওজকান, সোহিনি আলম ও ক্যাটলিন অ্যাবোট।  ছবি: এনামুল হক
ফাহমিদা ইসলাম, লিসা গাজী, ফিলিজ ওজকান, সোহিনি আলম ও ক্যাটলিন অ্যাবোট। ছবি: এনামুল হক

আলাপেই জানা গেল, দ্রুত নাটকটির গবেষণা মঞ্চায়ন হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরে। এখানে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বিষয়ের লেখক, গবেষকসহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে সংযোজন-বিয়োজনের মাধ্যমে লন্ডনে মঞ্চস্থ করা হবে বীরাঙ্গনা: ব্রেভ উইমেন।
নাটকের কাজটি তাড়াতাড়ি এগোলেও এটি শুরু করতে নিজেদের কম হ্যাপা যায়নি বলে জানালেন লিসা গাজী। তিনি বলেন, ‘তবে মুক্তিযুদ্ধের ওপর কাজটি করব শুনে পরিচিত ও বন্ধুবান্ধবের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আর্থিকসহ আমাদের নানা ধরনের সাহায্য দিচ্ছে ইএমকে সেন্টার, যাত্রীক, রেনাটা, মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউল্যাব বিশ্ববিদ্যালয়সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান।’
নাটকটি নিয়ে নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে তাঁরা জানালেন, এটি যেহেতু লন্ডনে মঞ্চস্থ হবে, তাই ইংরেজি ভাষায় করা হবে নাটকটি। তবে আগামী বছর তাঁরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এটি দেখাতে চান। তখন মঞ্চস্থ করা হবে বাংলা ভাষায়।
দলের নবীন সদস্য ফাহমিদা ইসলাম বেশ আবেগপ্রবণ। বিদেশে জন্ম এবং বেড়ে ওঠা। তাই নিজের দেশের মুক্তিযুদ্ধের অনেক কিছুই ছিল অজানা। সিরাজগঞ্জে দৃশ্য ধারণের কাজ করতে গিয়ে বারবার তাঁর চোখ ভরে উঠেছে জলে। বীরাঙ্গনাদের মুখে একাত্তরের বর্ণনা শুনে চোখের সামনে বারবার ভেসে উঠছে নিজের মায়ের মুখ। বললেন, ‘মুক্তিযুদ্ধ বাঙালির একটি অন্যতম শক্তির জায়গা। সেই শক্তি আমার ভেতরেও জেগে উঠছে শেকড়ের কাছে এসে।’