কাজী হাবলু বাজান কঙ্গো, ছেলের পছন্দ গিটার

কাজী হাবলুর সঙ্গে ছেলে কাজী আনান। ছবি: খালেদ সরকার।
কাজী হাবলুর সঙ্গে ছেলে কাজী আনান। ছবি: খালেদ সরকার।

ব্যান্ডশিল্পী ও সংগীত পরিচালক কাজী হাবলু। ছেলে কাজী আনানও সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। আজ এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা জানব।

১. যা খেতে পছন্দ করি
কাজী হাবলু: বাঙালি খাবার। ভাত, মাছ, ডাল ও ভর্তা। বিশেষ করে, শুঁটকি ভর্তা বেশি পছন্দ। 
ছেলে: যেকোনো সুস্বাদুু খাবার। এখন প্রিয় খাবারের তালিকায় আছে তেহারি ঘরের তেহারি ও হেলভেশিয়ার চিকেন।

২. রেগে গেলে যা করি
কাজী হাবলু: চিৎকার-চেঁচামেচি করি। তবে আমার রাগ ১০ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায়। 
ছেলে: চিৎকার করি এবং মুঠোফোন ছুড়ে ভেঙে ফেলি।

৩. অবসরে
কাজী হাবলু: সিনেমা দেখি অথবা হারমোনিয়াম নিয়ে বসে যাই। 
ছেলে: গিটার বাজাই এবং টিভিতে সরাসরি কনসার্ট দেখি।

৪. যে পোশাক পছন্দ করি
কাজী হাবলু: জিনস ও টি-শার্ট।
ছেলে: পাঞ্জাবি এবং সঙ্গে উৎসবের ওপর নির্ভর করে জিনস অথবা পায়জামা।

৫. প্রযুক্তির ওপর যতটা নির্ভরশীল
কাজী হাবলু: একদমই না। 
ছেলে: পুরোপুরি নির্ভরশীল। আমার স্টুডিও তো পুরোটাই ডিজিটাল।

৬. বেড়াতে ভালো লাগে
কাজী হাবলু: কক্সবাজার। বিশেষ করে, চট্টগ্রাম শহরটা খুব ভালো লাগে। আর ঢাকায় হাতিরঝিল।
ছেলে: ঢাকার বাইরে যেকোনো খোলা জায়গা।

৭. দিনের শুরুতে যে কাজটা করি
কাজী হাবলু: চা পান করি।
ছেলে: বাবা-মার বাসা থেকে আমার বাসা একটু দূরে। তাই ঘুম থেকে উঠে আগে তাঁদের ফোন দিই। তারপর আমার পোষা দুই কুকুরের সঙ্গে কিছুটা সময় কাটাই।

৮. আমার প্রিয় গায়ক
কাজী হাবলু: মেহেদি হাসান, নূরজাহান, মাহমুদুন নবী ও আব্দুল জব্বার। 
ছেলে: নুসরাত ফতেহ আলী খান ও নূরজাহান।

৯. প্রিয় বাদ্যযন্ত্র
কাজী হাবলু: কঙ্গো।
ছেলে: গিটার।
সাক্ষাৎকার: মো. রুবেল