আরব লিগের মহাসচিবের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক
মিসর সফররত ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী আরব লিগের মহাসচিব আমর মুসার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পাকিস্তান-ভারত সম্পর্কসহ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।আরব লিগের এক বিবৃতিতে বলা হয়, গত বুধবার আমর মুসার সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী। ফিলিস্তিন ও ইসরায়েলের সাম্প্রতিক অগ্রগতি ও শান্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।বিবৃতিতে বলা হয়, বৈঠকে রাহুল গান্ধী উন্নয়ন, দারিদ্র্য মোকাবিলা, শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নতি বিষয়ে ভারতের বিশেষজ্ঞদের মূল্যায়ন অবহিত করেছেন।কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেছেন রাহুল গান্ধী। মতবিনিময়কালে শিক্ষা ও ছাত্র বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাহুল গান্ধী সন্ত্রাসবাদকে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হিসেবে অভিহিত করে তা মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ‘উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা’ শীর্ষক এক সিম্পোজিয়ামে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী এসব কথা বলেন। কায়রো বিশ্ববিদ্যালয়ের ডেভেলপিং কান্ট্রিজ স্টাডিজ সেন্টারের পরিচালক ড. মোহাম্মদ কামালের সঙ্গেও বৈঠক করেছেন রাহুল গান্ধী। দ্য টাইমস অব ইন্ডিয়া।