ইতালিতে অপহরণের মামলায় সিআইএর সদস্যদের কারাদণ্ড

একটি অপহরণ মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ২২ জন সদস্যসহ মোট ২৩ জন মার্কিন নাগরিক ও নিজ দেশের গোয়েন্দা সংস্থার দুজন সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ইতালির একটি আদালত। ২০০৩ সালে মুস্তাফা ওসামা নাসর ওরফে আবু ওমর নামের একজন মিসরীয় মুসলিম নেতাকে অপহরণ করার মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করেন ইতালীয় বিচারক। ২০০৭ সালের জুন মাসে মামলাটি করা হয়।আদালতের রায়ে মিলানে তত্কালীন সিআইএর কার্যালয়ের প্রধান রবার্ট লেডিকে আট বছর কারাদণ্ড ও বাকি ২২ জন মার্কিনিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন মার্কিন বিমানবাহিনীর কর্নেল। তবে রায় ঘোষণার সময় মার্কিন নাগরিকেরা উপস্থিত ছিলেন না এবং যুক্তরাষ্ট্রও সাজা খাটার জন্য এসব মার্কিনিকে ইতালির কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবে না। এ ছাড়া ইতালির গোয়েন্দা সংস্থার দুই কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ হিসেবে আবু ওমরকে ১৫ লাখ ডলার ও তাঁর স্ত্রীকে সাড়ে সাত লাখ ডলার দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলায় অন্য তিন মার্কিনি ও পাঁচজন ইতালীয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।এই রায়ের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইয়ান কেলি বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট নই। এর বিপক্ষে আপিল করা হবে।’ মার্কিন নাগরিকদের পক্ষের আইনজীবীও রায়ের বিপক্ষে আবেদন করার কথা জানিয়েছেন। ওয়াশিংটনে সিআইএর মুখপাত্র জর্জ লিটল এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। ইতালীয় আইনজীবীরা জানান, ২০০৩ সালে মিলানের রাস্তা থেকে আবু ওমরকে অপহরণ করে দোষীরা। পরে তাঁকে জার্মানি হয়ে মিসরে নিয়ে নির্যাতন করা হয় এবং কোনো অভিযোগ ছাড়াই আটক করে রাখা হয়। বিবিসি।