ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতির নিকটবর্তী এলাকায় শুক্রবার এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরের একটি বাসস্ট্যান্ডে ওই ব্যক্তি ছুড়ি নিয়ে তাদের সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। আর ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি তাদের সদস্য।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ওই ব্যক্তির নাম কারাওয়েত বানি হাসান। তিনি পশ্চিম তীরের একটি গ্রামের বাসিন্দা। এই ব্যক্তি ইসরায়েলি সেনাদের ওপর যে হামলার চেষ্টা চালিয়েছিলেন তাকে বীরত্বের সঙ্গে তুলনা করেছে হামাস।
প্রাথমিক তদন্তের পর ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি গাড়ি নিয়ে পশ্চিম তীরের ইহুদি বসতি এলাকায় যান। একটি ছুড়ি নিয়ে তিনি গাড়ি থেকে নামেন। এরপর তিনি একটি বাসস্ট্যান্ডের দিকে দৌড়াচ্ছিলেন। সেখানে সাধারণ মানুষ ও আইডিএফ সেনা ছিল।
এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই ফিলিস্তিনিকে পশ্চিম তীরের যেখানে গুলি করা হয়েছে সেই এলাকা ঘিরে তল্লাশি চালিয়েছে সেনারা।
ইসরায়েলের সেনাবাহিনীর বাৎসরিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলিদের লক্ষ্য করে ১০০ টি হামলা চালানো হয়েছে। যা ২০২০ সালের তুলনায় ৬০টি বেশি।