স্পাইডারম্যান কমিকের একটি পাতা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ওই কমিক পাতায় ১৯৮৪ সালে প্রকাশিত স্পাইডারম্যানের শিল্পকর্মটি রয়েছে। নিলামে এর দাম উঠেছে ২ কোটি ৮৮ লাখ টাকা।
নিলামে বিক্রি হওয়া এই কমিক চরিত্রটি সবচেয়ে দামি সুপারহিরো চিত্রকর্ম হিসেবে স্থান পেয়েছে। ওই পৃষ্ঠায় কালো সিম্বিওট স্যুটের প্রথম উপস্থিতি দেখানো হয়েছে, যা পরবর্তী সময়ে মার্ভেলের আরেকটি সুপার হিরোর সৃষ্টি করেছে। এ চিত্রকর্ম থেকে পরে শিল্পী মাইক জেক অ্যান্টি-হিরো ভেনম তৈরি করেন।
হেরিটেজ অকশনস ইস্যুটির আর্টওয়ার্কের বর্ণনায় বলেছে, পৃষ্ঠাটি কমিকের কভার পেজে বড় প্রকাশ ছিল। এখানেই পিটার পার্কার আসলে তাঁর নতুন কালো পোশাক পেয়েছিলেন। এর আগে ১৯৭৪ সালে একটি মার্কিন কমিক বই দ্য ইনক্রেডিবল হাল্ক-এর অভ্যন্তর থেকে আর্টওয়ার্কের একটি পৃষ্ঠা রেকর্ড দামে বিক্রি হয়েছিল। পৃষ্ঠাটি তখন বিক্রি হয়েছিল ৬ লাখ ৫৭ হাজার ২৫০ ডলারে।