ব্রিটিশ উপনিবেশ থেকে বেরিয়ে প্রজাতন্ত্রে পথচলা শুরু
আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হয়ে গেল বার্বাডোজ। ব্রিটেনের রানিকে সরকারপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এর মধ্য দিয়ে ক্যারিবীয় দ্বীপটিতে প্রথম ইংলিশ জাহাজ পৌঁছানোর প্রায় ৪০০ বছর পর যুক্তরাজ্যের সঙ্গে অবশিষ্ট ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করল দেশটি।
স্থানীয় সময় গতকাল সোমবার মধ্যরাতে রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে নতুন রিপাবলিক বার্বাডোজের আনুষ্ঠানিকতা শেষ হয়। জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে। বার্বাডিয়ান গায়িকা রিহানা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস।
ঔপনিবেশিকতার অবসানে নাচ, গান এবং বক্তব্যের পর বার্বাডোজের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সান্দ্রা মাসুন। গত মাসে দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে নির্বাচিত হন তিনি।
ক্যারিবিয়ান দ্বীপটির প্রথম প্রেসিডেন্ট সান্দ্রা মাসুন বলেন, ‘বার্বাডোজের মানুষকেই আমাদের দেশকে উদ্দীপনা দিতে হবে। আমাদের নিজেদেরই এর ভবিষ্যৎ নির্মাণে কাজ করতে হবে।’