ভারত আলোচনা চাইছে, দাবি পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ
ছবি: টুইটার

পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনা চায়। ভারত আলোচনার আগ্রহ প্রকাশ করে পাকিস্তানকে বার্তাও পাঠিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা এই দাবি করেছেন।

ইমরান খানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতি পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মুইদ ইউসুফ গতকাল মঙ্গলবার ভারতের অনলাইনভিত্তিক গণমাধ্যম দ্য ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

মুইদ ইউসুফ বলেন, ‘আলোচনার ইচ্ছাসূচক একটি বার্তা আমরা পেয়েছি।’

তবে পাকিস্তানের কাছে ভারতের পাঠানো কথিত এ বার্তার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি মুইদ ইউসুফ।

এদিকে, মুইদ ইউসুফের দাবির সত্যতা নিশ্চিত করেনি ভারত।

ভারতের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে পাকিস্তান কিছু শর্ত দিয়েছে বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন মুইদ ইউসুফ।

মুইদ ইউসুফ বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের আলোচনায় কাশ্মীরিদের অবশ্যই তৃতীয় পক্ষ হতে হবে।

মুইদ ইউসুফ আরও বলেন, ভারত যতক্ষণ না পর্যন্ত জম্মু-কাশ্মীরে নৃশংসতা ও সন্ত্রাসের অবসান ঘটাচ্ছে, ততক্ষণ আলোচনা হতে পারে না।

আলোচনার জন্য ভারতকে কাশ্মীরে সামরিক অবরোধ প্রত্যাহার করতে হবে বলেও উল্লেখ করেন মুইদ ইউসুফ।

প্রায় ৭৫ মিনিটের সাক্ষাৎকারে মুইদ ইউসুফ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে। তাঁর দেশ কাশ্মীরের পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চায়।