মালয়েশিয়ায় ৫৯টি অজগর উদ্ধার

রেস্তোরাঁ ও চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য মজুদ করা ৫৯টি অজগর উদ্ধার করেছে মালয়েশিয়ার বন্যপ্রাণীবিষয়ক কর্তৃপক্ষ। বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের প্রধান সাহারউদ্দিন আনান জানান, গত সোমবার রাজধানীর দক্ষিণের একটি গুদামে অভিযান চালিয়ে অজগরগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।