default-image

মিসরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল ফোর্স অ্যান্ড অবজারভার্সের (এমএফও) সদস্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন আমেরিকান, একজন ফরাসি ও একজন চেক রিপাবলিকানের নাগরিক। এমএফওর কর্মকর্তা ব্র্যাড লিঞ্চ এএফপিকে বলেন, তাঁদের সংস্থার পক্ষ থেকে হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপিকে তাদের ইসরায়েলি এক সূত্র বলে, ‘সেখানে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে আমার কাছে তথ্য আছে।’

এএফপি বলছে, বহুজাতিক পর্যবেক্ষক সংস্থা এমএফওর প্রধান কার্যালয় ইতালির রোমে। সংস্থাটি ১৯৭৯ সালে ইসরায়েল ও মিসরের মধ্যেকার একটি চুক্তির ভিত্তিতে গঠন করা হয়। সংস্থাটির সঙ্গে জাতিসংঘের কোনো যোগসূত্র নেই।

মন্তব্য পড়ুন 0