পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তিতে যোগ দেয়নি বিরোধী দল। গতকাল বুধবার থেকে শুরু হয় তিন দিনের এই সমাপ্তি অনুষ্ঠান। বাম দল এবং কংগ্রেস ঘোষণা দিয়ে তা বয়কট করেছে।
দুই বড় বিরোধী দলের অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের কথা বলার সুযোগ দেয় না শাসক দল। শুধু তা-ই নয়, এড়িয়ে যায় প্রশ্নোত্তর পর্ব।