রাশিয়া-ইউক্রেন সমঝোতার অগ্রগতি হয়েছে: তুরস্ক

রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানের দুই দেশের শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু। তিনি বলেছেন, দুই পক্ষই একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। খবর বিবিসির।

শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যখন যুদ্ধ চলছে, বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে, তখন বিভিন্ন শর্তে একমত হওয়া সহজ বিষয় না। আমরা দেখতে পাচ্ছি, পক্ষগুলো (রাশিয়া ও ইউক্রেন) একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।’  

রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি সপ্তাহেই দেশ দুটিতে সফর করেছেন সাভাসগলু। তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে তুরস্ক যোগাযোগ রেখেছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে গত শনিবার এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখতে এবং ইউক্রেনের ন্যায়বিচার জন্য, এটা দেখা করার সময়, কথা বলার সময়।’

হামলা শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা কয়েক দফা বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এরই মধ্যে সংকট সমাধানে জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহের কথা জানান।