সতর্কবার্তা
জাপানের টোকিওতে অবস্থিত সম্রাটের প্রাসাদসংলগ্ন বাগানে প্রাতর্ভ্রমণকারীদের ভদ্রতা বজায় রাখতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। প্রায় ১০০টি অভিযোগের পর এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অভিযোগকারীরা বলেন, কিছু প্রাতর্ভ্রমণকারী তাঁদের পেছন থেকে ধাক্কা দেন, আবার মাঝেমধ্যে তাঁদের প্রতি লক্ষ্য করে চিৎকারও করেন। জাপানের সম্রাটের প্রাসাদই সম্রাটের বাসভবন। সেখানে জনসাধারণের প্রবেশ সংরক্ষিত। তবে এর চারপাশের বাগানের একটি বিশাল অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত। এএফপি।