default-image

দক্ষিণ সুদানের জংগলেই রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ ১০ জন ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এয়ারস্ট্রিপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে দেশটির আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। খবর এএফপির।

আজ বুধবার এএফপিকে গভর্নর ডিনে জক চাগর বলেন, সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইনসের এইচকে-৪২৭৪ ফ্লাইট বিধ্বস্তের ঘটনাটি দুঃখজনক। গতকাল স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে পিয়েরি এয়ারস্ট্রিপে এ দুর্ঘটনা ঘটে। এতে ২ পাইলটসহ ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।

বিজ্ঞাপন
আফ্রিকা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন