নাইজেরিয়ায় পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় তেল কোম্পানি শেলকে ক্ষতিপূরণ দিতে বলেছেন নেদারল্যান্ডসের আদালত। ২০০৮ সালে ব্যাপক দূষণের অভিযোগ নিয়ে দেশটির একদল কৃষক এ মামলা করেছিলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শেল বলেছে, পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনাটি ছিল একধরনের ‘নাশকতা’। এক বিবৃতিতে রয়্যাল ডাচ্ শেল আরও বলেছে, রায়টি দেখে তারা হতাশ এবং রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।
এই তেল ছড়িয়ে পড়ার ঘটনা ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ঘটে। পাইপলাইন ফেটে এ ধরনের দূষণ নাইজার বদ্বীপে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আদালত ইকোট আডা উদো গ্রামের ক্ষয়ক্ষতির জন্য শেল নাইজেরিয়ার রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করেন।
যে চার কৃষক এ মামলা চালু করেছিলেন, তাঁরা হলেন বারিজা ডুহ, এল্ডার ফ্রাইডে আলফ্রেড আক্পান, চিফ ফিদেলিস এ ওগুরু এবং আলালি এফঙ্গা। তাঁদের কথা, ভূগর্ভস্থ তেলের পাইপলাইনগুলো ফেটে তাঁদের জমি ও নৌপথ দূষিত হয়। তাঁরা তাঁদের জীবিকা নির্ভর করতেন এসব জমি ও নৌপথের ওপর। দূষণের কারণে এখন তাঁদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
চিফ ফিদেলিস এ ওগুরু ছেলে জেমস ওগুরু বিবিসিকে বলেন, ‘শেলকে প্রয়োজনীয় কাজ করার জন্য অনুরোধ করেছি, যাতে কৃষকেরা আবার কৃষিকাজ শুরু করতে পারেন।’