পার্টিতে যাওয়া শিক্ষার্থীদের কোয়ারেন্টিনে যেতে বললেন মন্ত্রী

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি মিখিজে
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকায় সপ্তাহান্তে শিক্ষাবর্ষ শেষের পার্টিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের কোয়ারেন্টিনে যেতে বলেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আজ সোমবার বিসিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

করোনার বিস্তার যাতে আরও না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ১০ দিনের কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি মিখিজে বলেন, শিক্ষাবর্ষ শেষের পার্টিগুলো করোনা বিস্তারের মোক্ষম উৎস হয়ে উঠেছে। এসব পার্টিতে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছে, তাদের মধ্যে কিছুসংখ্যকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বিশেষ করে কয়েকটি স্থানের পার্টির কথা সুনির্দিষ্ট করে উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী।

জুয়েলি মিখিজে বলেন, ‘যেসব শিক্ষার্থী এই পার্টিতে অংশ নিয়েছে, তাদের দ্রুত করোনা পরীক্ষা করানোর জন্য আমরা অভিভাবকদের উৎসাহিত করছি।’

দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনার বিস্তার ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত সপ্তাহে তাঁর দেশের জনগণকে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য বিধিনিষেধ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৮ লাখ ১৪ হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় দেশটিতে মারা গেছে ২২ হাজার ২০৬ জন। আফ্রিকায় এ সংখ্যা সর্বোচ্চ।