default-image

কেনিয়ার জনপ্রিয় প্রতীক ডুমুরগাছ বা ফিগ ট্রি। দেশটিতে চার লেনের রাস্তা নির্মাণ প্রকল্পের পথে বাধা হয়ে দাঁড়ায় শতবর্ষী একটি ডুমুরগাছ। নাইরোবি এক্সপ্রেসওয়ে নামের ১৭ মাইল মহাসড়ক নির্মাণে ডুমুরগাছটি কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়।

কিন্তু বাদ সাধেন পরিবেশবাদীরা। শেষ পর্যন্ত গাছটি কাটা হচ্ছে না বলে প্রেসিডেন্টের ঘোষণা এসেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কেনিয়ার পরিবেশবাদীরা শতবর্ষী ডুমুরগাছ সংরক্ষণের জন্য প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা কয়েক সপ্তাহ ধরে নাইরোবিতে এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

দেশটিতে যানজট কমানোর লক্ষ্যে ১৭ মাইল চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। নাইরোবির মেট্রোপলিটন সার্ভিসেসের মহাপরিচালক মোহাম্মেদ বাদি বলেছেন, ‘যে ধরনের উন্নয়নকাজই করা হোক না কেন, এ গাছে কেউ স্পর্শ করবে না।’

কেনিয়ার প্রেসিডেন্ট উহরু কেনিয়াটার পক্ষে শতবর্ষী গাছটি সংরক্ষণের ঘোষণা দেন মোহাম্মেদ বাদি। তিনি ডুমুরগাছটিকে কেনিয়ার সাংস্কৃতিক এবং পরিবেশগত ঐতিহ্যের বাতিঘর হিসেবে ঘোষণা করেন।

মন্তব্য পড়ুন 0