লাইবেরিয়ায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় পদদলিত হয়ে অন্তত ২৯ জন মারা গেছেন। মৃতের আরও সংখ্যা বাড়তে পারে। খবর এএফপির।

দেশটির পুলিশ আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানী মনরোভিয়ার উপকণ্ঠে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে আর কিছু জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে স্থানীয় সময় গতকাল বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালে।
লাইবেরিয়া পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেছেন, প্রাণহানির এই হিসাব আংশিক, মৃতের সংখ্যা বাড়তে পারে।