সিরিয়ায় বাসে হামলা, নিহত ১৫

ফাইল ছবি, রয়টার্স

সিরিয়ায় একটি বাসে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে বলেছে, নিহতদের মধ্যে অধিকাংশই সিরিয়ার সরকারি বাহিনীর সেনা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার বাহিনীর একটি বাস লক্ষ্য করে গত রোববার রাতে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় সরকারি বাহিনীর আট সেনা, তাদের মিত্র হিসেবে পরিচিত চার যোদ্ধা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হয়।

যদিও এই হামলা প্রসঙ্গে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলায়’ ৯ জন প্রাণ হারিয়েছে। তারা সবাই বেসামরিক নাগরিক।

সিরিয়ায় এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে। রোববারের ওই হামলার সময় দেশটি হামা প্রদেশের ওয়াদি আল-আজিব এলাকায় গাড়ি ও জ্বালানিবাহী একটি গাড়িও হামলার শিকার হয়। এতে ১৫ জন আহত হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাস লক্ষ্য করে এমন অতর্কিত হামলার ঘটনা এটি দ্বিতীয়। গত ৩০ ডিসেম্বর সিরিয়ার দেইর ইজোর প্রদেশে আইএসএর হামলায় ৩৭ সেনা নিহত হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রাহমান বলেন, গত বসন্ত থেকে আইএস হামলার পরিমাণ আবার বাড়িয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী বাদিয়া এলাকায় সরকারি বাহিনী লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে।

সিরিয়ায় সাম্প্রতিক সময়ের হামলা প্রসঙ্গে বিশ্লেষক আয়মেন আল-তামিনি বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে আইএসকে যে হটিয়ে দেওয়া কঠিন, তা এসব হামলা মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।

২০১১ সালে সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া ২০২০ সালেই নিহত হয়েছে প্রায় ৭ হাজার মানুষ।