অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল বিস্ময়কর প্রাণী
পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার খবর এখন অনলাইনে হামেশাই পাওয়া যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের জনপ্রিয় এক সমুদ্রসৈকতে বিস্ময়কর এক প্রাণীর দেখা মিলেছে, যা স্থানীয়দের অবাক করেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, অদ্ভুত এ প্রাণীর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্থানীয় অ্যালেক্স ট্যান নামের এক ব্যক্তি। ভিডিওতে দেখা যায় অদ্ভুত ওই প্রাণীর মাথা দেখতে অনেকটা সরীসৃপজাতীয় প্রাণীর মতো, যার মাংসল পা ও দীর্ঘ লেজ আছে।
অ্যালেক্স বলেন, তিনি প্রাতরাশে বের হয়ে সৈকতে প্রাণীটি পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, সৈকতে অদ্ভুত কিছু একটা দেখে তিনি থমকে যান। দেখে মনে হচ্ছে এলিয়েন–জাতীয় কোনো প্রাণী এটি।
একপর্যায়ে অ্যালেক্স এই প্রাণীর বর্ণনা দেন। তিনি বলেন, লোমহীন প্রাণীটি দেখতে অনেকটা আলাদা। এ রকম প্রাণী অস্ট্রেলিয়ান সৈকতে কখনো দেখা যায়নি।
ভিডিওটি দেখে অনেকেই বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অ্যালেক্সের পোস্টের কমেন্টস বক্সে কিছু মানুষ অস্ট্রেলিয়ান বন্য প্রাণী বিশেষজ্ঞ স্টিভ অরউইনের মেয়ে বিন্ডিকে ট্যাগ করে প্রাণীটি সম্পর্কে তাঁর মতামত জানতে চেয়েছেন।
অস্ট্রেলিয়ান সমুদ্রসৈকতে অদ্ভুত প্রাণী ভেসে আসার ঘটনা এটাই প্রথম নয়। গত মাসেও সিডনির একটি সমুদ্রসৈকতে অদ্ভূত প্রাণী ভেসে আসে। মস্তিষ্কসদৃশ ওই প্রাণীটি দেখে স্থানীয়রা অবাক হয়েছিলেন। পরে এটিকে সামুদ্রিক গুল্ম বলে চিহ্নিত করা হয়।